🖊️ মুহাম্মদ ফজলুল করিম :
ফটিকছড়ির নারায়ণ হাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ (৫৫) কে অপহরণের ১২ ঘন্টা পর রাউজান থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর ) ভোরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে হারুনুর রশিদকে অপহরণ করে রাউজানে বন্দি করে রেখে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ইউপি চেয়ারম্যানের স্বজনরা চট্টগ্রাম নগরীর বায়েজিত বোস্তামী থানায় অভিযোগ করলে, পুলিশ তার পরিবারের মাধ্যমে অপহরণকারীদের সাথে যোগাযোগ করে মুক্তিপণ প্রদানের কথা বলে কৌশলে রাউজান থানা পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানা পুলিশ এবং চট্টগ্রাম ডিবি পুলিশের একটি আভিধানিক দল নিয়ে মুক্তিপণ নিতে আসা অপহরণকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের সঙ্গে থাকা একটি একটি মোটরসাইকেল ও একটি জীপ রেখে বাকিরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন – আল ফয়জুল আলম প্রকাশ রবিউল (৩৫), মোঃ সোহানুর রহমান (২৮),মোঃ সাদেকুল আলম (২৯), মোঃ লোকমান শরীফ (৩৫),মোঃ শফিকুল ইসলাম বাপ্পী (৩০) ও মোঃ আরমান প্রঃ মানিক (৪৪)।
বায়েজিত বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আমরা অপহৃত হারুন রসিদ নামের সাবেক ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করেছে। মূল পরিকল্পনাকারী সহ মোট পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য, হারুনুর রশিদ নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।