পূর্ব বাংলা ডেক্স!
১৯ ডিসেম্বর সকাল আটটা থেকে চট্টগ্রাম নেভি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান আন- নূর ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণ, হিফজুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ইসলামিক স্কলার অধ্যাপক ড. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশের প্রথম অধিবেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক আ ক ম আব্দুল কাদের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন । অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বাংলা, আরবী ও ইংরেজী ভাষায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল মনোমুগ্ধকর। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি ছিল সত্যিই উপভোগ্য। মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কয়েকজন প্রথিতযশা ইসলামিক স্কলার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য অর্থসহ কুরআন অধ্যয়নের সুযোগ সৃষ্টি এই প্রতিষ্ঠানের অনন্য বৈশিষ্ট্য। গুণগত মান নিশ্চিত করে প্রতিষ্ঠার মাত্র ছয় বছরের মধ্যেই এই প্রতিষ্ঠান ইসলামপ্রিয় সুধীসমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নাগরিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নৈতিক শিক্ষার গুরুত্ব এবং এই ক্ষেত্রে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের করণীয় উপস্থাপন করেন। আর প্রতিটি পরিবারে কুরআন, হাদীস, তাফসীর ও ইসলামী সাহিত্যে সমৃদ্ধ পারিবারিক পাঠাগার গড়ে তুলে পরিবারে ইসলামী বিষয় পাঠচক্রের অনুষ্ঠানের আয়োজন করার প্রতি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন।