কেরানীহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেন

সাতকানিয়া প্রতিনিধি!
গত ১৪/০২/২০২৫ তারিখ বিকাল ৪.৩০ টায় সাতকানিয়া উপজেলাধীন কেরানিহাট এলাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম। এ সময় ঈগল বাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের বিষয়টি বাস যাত্রীরা নিশ্চিত করেন। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এ সময় ১১টি ঈগল পরিবহনের চালক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ সদস্যগণ এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও কর্মচারীবৃন্দ।