চট্টগ্রাম মহানগর প্রতিনিধি!
চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে আনন্দবাজারের সিটি করপোরেশন ময়লার ডিপো সংলগ্ন টিসি কলোনি এলাকায় ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম মো. জসিম উদ্দিন (২৫)। তিনি আনন্দবাজার টিসি কলোনির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। তাদের বাড়ি ভোলা জেলায়। তার বাবা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের অস্থায়ী কর্মী। জসিম চট্টগ্রাম বন্দর থানা কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। এ ছাড়াও জসিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়লার ভাগাড়ে ফেলা বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করতেন জসিম। পরে তিনি সেগুলো বিক্রি করতেন। এই ব্যবসা নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, জসিম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের চাচা বশির আহমদ সাংবাদিকদের বলেন, আনন্দবাজারে তাদের বাসা ময়লার ডিপোর কাছে। ডিপোতে নষ্ট ভাত ফেলানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। আমার ভাতিজা বিএনপি নেতা আমির খসরুর অনুসারী। বিএনপি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ গণমাধ্যমকে বলেন, ছাত্র আন্দোলনে সক্রিয় একজন কর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।