দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই আমরা অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিব

পূর্ব বাংলা ডেক্স!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতকানিয়া–লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন,

“দীর্ঘ ১৭বছর ধরে দেশে একদলীয় স্বৈরশাসন কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের পথ রুদ্ধ করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে বর্তমান ফ্যাসিস্ট সরকার।”

তিনি বলেন,

“এই সরকার জামায়াতে ইসলামীসহ দেশপ্রেমিক রাজনীতিবিদ ও আলেম-ওলামাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের সাজানো মামলায় ফাঁসি দিয়ে হত্যা করেছে। এই বর্বরতার ইতিহাস জাতি ভুলবে না। এখন সময় এসেছে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধার করার।”

শাহজাহান চৌধুরী আরও বলেন,

“আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের স্থান থাকবে না। মদিনার আদর্শে গড়ে উঠবে ন্যায়ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা।”

তিনি এসব কথা বলেন আজ শুক্রবার সকালে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কেন্দ্র প্রতিনিধি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
ইউনিয়ন জামায়াতের আমীর ডা. ছিদ্দিক আহমদের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন—লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাবেক আমীর ও কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ছলিমুল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদুল ইসলাম, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট আব্দুল জব্বার ও ইঞ্জিনিয়ার জয়নাল আবেদী