পূর্ব বাংলা ডেক্স!
“বাজুক মনে প্রাণে সুস্থ সংস্কৃতির ধ্বনি-প্রতিধ্বনি” এই স্লোগানের প্রতিপাদ্য নিয়ে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সংশ্লিষ্ট এলাকা নিয়ে ২০১৪ সালে গঠিত আদর্শ শিশু কিশোর সংগঠন “নব দিগন্ত” এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। হাফেজ মুহাম্মদ মাঈনুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপাধ্যক্ষ শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামী সাতকানিয়া থানা আমীর মাওলানা কামাল উদ্দিন, জামায়াতে ইসলামী মাদার্শা ইউনিয়ন সভাপতি কে এম আবু মুছা, মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ফরিদুল আলম। আরো বক্তব্য সাবেক ছাত্রনেতা, প্রাবন্ধিক ও গবেষক মোয়াজ্জেম হোসেন, সংগঠক ও প্রকৌশলী ফরমান সিকদার, অনুষ্ঠান পরিচালনা পরিষদ সদস্য জনাব জামাল হোসেন, মানবিক কর্মী ও অনুষ্ঠান পরিচালনা পরিষদ সদস্য জনাব আব্বাস উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা পরিষদ সদস্য জনাব মাস্টার নুরুল আলম, অনুষ্ঠান পরিচালনা পরিষদ সদস্য হাফেজ করিমে নেওয়াজ ফরহাদ, অনুষ্ঠান পরিচালনা পরিষদ সদস্য জনাব তৌহিদুল আলম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে সুস্থ সংস্কৃতির প্রতিনিধিত্বকারী সংগঠন “পারাবার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ” এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন।