পূর্ব বাংলা ডেক্স!
সাতকানিয়া উপজেলার বিএনপি জমায়াতে আতংকে নাম এস আই জুলুস খান পাঠান মামলা থাকুক না থাকুক কিছু দালাল মিলেমিশে নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে লক্ষ লক্ষ টাকা মামলা বানিজ্য করে কোটি কোটি টাকা মালিক মামলার এজাহারে নাম না থাকলেও আজ্ঞতনামা হাজার হাজার নিরীহ মানুষ থেকে টাকা নিয়ে ৩/৪ টা মামলায় আসামী করে কোর্টে চালান করতো।
সাতকানিয়ার লক্ষ লক্ষ জনতার দাবি মামলাবাজ এস আই জুলুস খান পাঠানকে আইনের আওতায় এনে পুলিশের সুনাম বিনষ্টকারীর বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়া দাবী জানান।