বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

…………………………………………………….
দিদারুল ইসলাম!
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান বলেন, অসংখ্য শহীদদের রক্ত ও অগণিত মানুষের ত্যাগ-কুরবানির বিনিময়ে আজ বাংলাদেশ একটি ঐতিহাসিক সম্ভাবনাময় মুহূর্তে উপনীত হয়েছে। বাংলাদেশে আজ ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আগামীর বাংলাদেশকে ইসলামি মূল্যবোধ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। আর সেজন্য শ্রমিক-মালিক সকলকে সাথে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।

কর্ণফুলী উপজেলার ঐতিহাসিক এ জে চৌধুরী কলেজ মাঠে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপর্যুক্ত কথা বলেন।

দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন। সঞ্চালনা করেন সহ-সভাপতি মোহাম্মদ রফিক বশরী, সাধারণ সম্পাদক আরিফুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন শিকদার।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, কেন্দ্রীয় উপদেষ্টা জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, দক্ষিণ জেলার উপদেষ্টা ও সাবেক বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, সাবেক বাঁশখালী উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকর, লোহাগাড়া উপজেলার প্রধান উপদেষ্টা আসাদুল্লাহ ইসালামাবাদী ও ছাত্রশিবিরের পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ আইয়ুব।

প্রধান বক্তার বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা, শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিক-মালিক সুন্দর সম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বাংলাদেশে শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থ বিকিয়ে দিয়েছে সমাজতান্ত্রিক দলগুলো এবং শ্রমিক লীগ। শ্রমিক আন্দোলনের নামে তারা লুটপাট করেছে। নিজেদের স্বার্থ উদ্ধার করে পুঁজিপতি হয়েছে। আমরা চাই নতুন বাংলাদেশ গঠন করতে। আর সেই বাংলাদেশে অবশ্যই শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হবে। বেতনবৈষম্য দূর করে শ্রমিকদের আয় জীবনযাত্রার মান অনুযায়ী করতে হবে। শ্রমিকদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। শ্রমিক সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা ও চিকিৎসাকে বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে।

দ্বি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নির্বাচিত হন মাওলানা নুরুল হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোক্তার হোসেন সিকদার। সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ ৩৪ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষিত হয়।