বাজালিয়া অলি আহমদ কলেজে শিমুল শিক্ষানুরাগী সদস্য মনোনীত

সাতকানিয়া প্রতিনিধি!
সাতকানিয়া উপজেলার বাজালিয়া অলি আহমদ বীর বিক্রম কলেজে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এডহক কমিটি অনুমোদন দিয়েছেন। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলার এলডিপির সেক্রেটারী গোলাম কবির শিমুল কে শিক্ষানুরাগী সদস্য মনোনীত করায় দক্ষিণ চট্টগ্রাম এলডিপির পক্ষ থেকে অভিনন্দন জানাইয়েছেন।