সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়

পূর্ব বাংলা ডেক্স!
গত ২৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, সাতকানিয়া ক্যাম্পের ক্যাপ্টেন জনাব পারভেজ এবং সাতকানিয়া থানার এসআই জনাব আনোয়ার এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক বহন করার অপরাধে সলিম উল্লাহ(১৯), পিতা: কালা মিয়া কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ সশ্লিষ্ট ধারায় ১০০/- অর্থদন্ড এবং ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।

এ সময় সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনী এবং সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।