সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

সাতকানিয়া প্রতিনিধি!

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার উদ্যােগে সাতকানিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ১৪/৭/২৫ ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় সাতকানিয়া উপজেলা হল মিলনায়তনে পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মনিরুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রসুলাবাদ ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা মোঃ তাজুল ইসলাম চৌধুরী, গারাংগিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, কেরানীহাট জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শফিউল আলম নুরী, সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ ইলিয়াস, রুপকানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ইসমাইল, দক্ষিণ গারাংগিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আজগর আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি কে সম্মাননা ক্রেস্ট সহ উপহার সমূহ তুলে দেওয়া হয়।