হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ স্ট্রোকে মৃত্যু পরিবারের অভিযোগ, পদত্যাগে বাধ্য করার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন

পূর্ব বাংলা ডেক্স!
হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এসএম আইয়ুব স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তানসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বিকালে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ রোববার বাদে জোহর বাঁশখালীর কাথারিয়ায় নিজের প্রতিষ্ঠিত মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এসএম আইয়ুব দীর্ঘদিন ধরে হাজেরা তজু ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রধান এবং গত বছর থেকে কলেজটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তাকে কলেজ থেকে পদত্যাগে বাধ্য করা হয়। প্রফেসর আইয়ুব বিষয়টি মেনে নিতে পারেননি। এ ঘটনার পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে, তিনি স্বাভাবিকভাবে কারো সাথে কথা বলেননি এবং বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন। গতকাল শনিবার সকালে স্ট্রোক করলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপনার পাশাপাশি এসএম আইয়ুব বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন। তার প্রকাশিত কলাম, প্রবন্ধ, কবিতার সংখ্যা শতাধিক। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আর কত রাত’।

প্রফেসর এসএম আইয়ুব নিজ এলাকায় দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সৈয়দ আলফা মিয়াজি ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উত্তর বাগমারা মাদ্রাসার ভূমি প্রদান করে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা অর্জনে ভূমিকা রেখেছিলেন।

প্রফেসর এসএম আইয়ুবের মৃত্যুতে বাঁশখালীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি এস এম আইয়বের মৃত্যুতে বাকশিস কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর সিদ্দিকী শোক প্রকাশ করেছেন।