হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা, দুই আসামি রিমান্ডে

লোহাগাড়া প্রতিনিধি!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িকে ট্রাকের ধাক্কা দেওয়ার মামলায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক এ দুজনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে দুই আসামির পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সংঘর্ষে গত ২৬ নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়। পরদিন ২৭ নভেম্বর আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত–সারজিতের গাড়িবহরে থাকা একটি গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে কেউ হতাহত না হলেও গাড়ির ক্ষতি হয়। পরে এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা হয়।