সাতকানিয়া প্রতিনিধি!
সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ ১৯৮ জনকে আসামি করে শনিবার রাতে সাতকানিয়া থানায় মামলা করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ ১৯৮ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৯৮ এজাহারনামীয় আসামি ছাড়াও আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে মামলাটি দায়ের করেন পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের পুত্র সৈয়দুজ্জামান।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিযা আওয়ামীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের এবং আওয়ামীলীগ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানরা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।