সাতকানিয়া প্রতিনিধি!
সাতকানিয়া উপজেলার ছদাহা মুহাম্মদীয়া খাইরীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ গিয়াসউদ্দিন ২০১৮ সালে এই মাদ্রাসায় অবৈধ ও জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ লাভ করার পর একের পর এক দূর্নীতি অনিয়ম বরাবর চালাইয়ে আসছেন বলে জানাগেছে। বিগত ১/১/২০২৪ ইং তারিখ অবৈধ ভোটার তালিকা ও বিতর্কিত প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়ে গভর্ণিং বোডি নির্বাচন করতে চাইলে উক্ত মাদ্রাসার একজন অভিভাবক সদস্য বাদী হয়ে সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতে অপর ৭৫/ ২০২৪ ইং মামলা দায়ের করেন। শেষ পর্যন্ত ১/১/২৪ ইং তারিখ ঘোষিত তাফসিলে নির্বাচন সম্পন্ন করার পরও মাদ্রাসা বোর্ড উক্ত কমিটি মামলার কারণে অনুমোদন দেয় নাই। সূত্র জানা যায় এই দূর্নীতিবাজ অধ্যক্ষ মামলার কথা গোপন করে আগামী ২০/৫/২৫ ইং তারিখ গভর্ণিং বোডি নির্বাচনের জন্য সাতকানিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার কে প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়ে ইতিমধ্যে বিভিন্ন ক্যাটাগড়ির সদস্য সিলেকশন করে রেখেছেন। এই গোপন খবর সংগ্রহ করে উক্ত মামলার বাদী অদ্য ১৫/৫/২৫ ইং তারিখ সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতে উক্ত অবৈধ ভোটার তালিকার মাধ্যমে গভর্ণিং বোডি নির্বাচনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে দীর্ঘ শুনানির পর সিনিয়র সহকারী জজ সাতদিনের মধ্যে বিবাদীগনকে কারণ দর্শাতে বলেছেন। সাধারণত কোট কতৃক কারণ দর্শানোর নোটিশ জারী করলে নির্বাচন সম্পন্ন করার আর সুযোগ থাকে না। উক্ত মাদ্রাসার জনৈক শিক্ষক এই প্রতিবেদক কে বলেন অধ্যক্ষ গিয়াসউদ্দিন এই মাদ্রাসায় আসার পর সবসময় নিয়ম ও বিধি পরিপন্থী কার্যক্রম পরিচালনা করে আসতেছে। কারণ নিয়মের পরিপন্থী কাজ করলে অপর পক্ষ থেকে প্রতিবাদ স্বরূপ মামলা মোকদ্দমা করার সুযোগ থাকে। আর মামলা হলে মামলার খরচ দেখাতে গিয়ে ইচ্ছামত ভাউচার করে ফান্ডের টাকা আত্মসাৎ করা যায়। মাদ্রাসার গভর্ণিং বোডির নির্বাচন নিয়ে যেখানে অপর ৭৫/ ২০২৪ ইং মামলা চলমান রয়েছে এই মামলা শেষ না করে পুনরায় গভর্ণিং বোডি নির্বাচনের চেষ্টা করা মানি মাদ্রাসার ফান্ডের টাকা আত্মসাৎ করার ইস্যু তৈরী করা। সূত্রে আরো জানা যায় অধ্যক্ষের নিয়োগে জাল জালিয়াতি ও বিঁধিমালা লংঘন করায় তাঁর নিয়োগ বাতিল চেয়ে বাদী কোটের্র্ কাছে প্রতিকার চেয়েছেন।
